পেপাল নাই। তাহলে কি আমার ফ্রিলান্সিং কেরিয়ার শেষ?

আমার এক বন্ধু, নতুন নতুন ফ্রিলান্সিং শিখেছে। এখন সে মার্কেটপ্লেসে কাজ করবে। কিন্তু তার মাথায় আগে থেকেই পেপালের একটা ভুত চেপে বসেছিল। আমাকে বলল, “আমার PayPal নাই, আমার ফ্রিলান্সিং শেষ। কিছু করতে পারব না আর। পেপাল ছাড়া কি টাকা উত্তোলন সম্ভব?”

এমন ধারণা থাকা আসলে ভুল কিছুও নয়। পেপাল নিঃসন্দেহে একটি জনপ্রিয় অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস। আমরা সেই ২০১২ সাল থেকেই শুনে আসছি আমাদের দেশে এই সেবা দ্রুত পাওয়া যাবে। কিন্তু কবে অপেক্ষা শেষ হবে তা বলার উপায় নেই। কিন্তু আর যাই হোক, পেপাল না থাকলে আপনার ফ্রিলান্সিং হবে না এটা শুধুই একটা ভুল ধারণা। আজকে আমি আপনাদের সেই ভুল ভাঙ্গাবো এবং আপনার আউটসোর্সিংয়ের আয় দেশে নিয়ে আসার উপায় বলব।

প্রথমেই বলে রাখা ভালো, অনেকে ভুয়া তথ্য দিয়ে পেপাল খোলেন। কিন্তু অবৈধভাবে না আগানোই ভালো, যেহেতু আপনার কাছে অন্য বৈধ উপায় আছে। আবার অনেকের দেশের বাইরে হয়ত আত্নীয়স্বজন থাকেন। তাদের দিয়েও আপনি পেপাল ভেরিফায় করাতে পারেন। কিন্তু সব সময় সবাই এই সুযোগটাও পায় না। এজন্য আমরা বাংলাদেশে সহজলভ্য উপায় গুলোই শিখে নিব আজ।

অনেক-গুলো মার্কেটপ্লেসের মধ্যো যে দুটো বাংলাদেশে Freelancer বা মুক্তপেশাজীবীরা বেশি ব্যবহার করেন, তা হল:

১. Fiverr

২. Freelancer

ফিভার আর ফ্রিলান্সারে আপনি পেপাল ছাড়াই ফ্রিলান্সিং করতে পারবেন এবং টাকা উত্তোলন করতে পারবেন। আজকে আমি আপনাদের সে সম্পর্কে জানাবো।

অনলাইনে লেনদেনের জন্য আরো দুটো প্লার্টফর্ম হচ্ছে:

১. PaYoneer

২. Skrill

আমরা Payoneer ব্যবহার করব Fiverr-এ, আর Skrill ব্যবহার করব Freelancer-এ।

 

প্রথমে PaYoneer নিয়ে আলোচনা করা যাক:

কিভাবে পেওনিয়ার একাউন্ট খুলবেন তা নিয়ে আমাদের এই লেখাটি পড়তে পারেন। একাউন্ট খোলার পর আপনার ব্যাংক একাউন্টের তথ্য এবং NID দিয়ে ভেরিফায় করে নিন। এরপর আপনি Fiverr-এ আপনার PaYoneer একাউন্ট যোগ করে আপনার টাকা উত্তোলন করতে পারবেন।

Fiverr- PaYoneer  যোগ করার জন্য এই প্রক্রিয়া অনুসরণ করবেন:

১. এজন্য প্রথমে আপনি এই লিংকে যাবেন।

২. এরপর উপরে বামপাশে selling লিখা অপশানে ক্লিক করুন।

৩. এবার ওখান থেকে Earnings-এ ক্লিক করুন।

৪. এবার Withdraw অপশান থেকে Bank Transfer অপশানে ক্লিক করে আপনার PaYoneer Bank Account টি যোগ করে ফেলুন।

৫. আপনার Available for Withdrawal-এ যদি ২০ ডলারে অধিক আয় থাকে, তাহলে আপনি আপনার ব্যাংকে ট্রান্সফার করে ফেলুন।

তাহলে Fiverr-এ আপনার ফ্রিলান্সিংয়ে এখন আর কোনো বাধা রইলো না। আর যদি আপনি কাজ শিখতে চান তাহলে এখান থেকে জেনে নিতে পারেন।

 

এবার আলোচনা করা যাক Skrill  নিয়ে:

Skrill account করার জন্য এইখানে আপনাকে খুবি সাধারণ নিয়মে সাইনাপ করতে হবে। ইমেইল এড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, ইমেইল ভেরিফায় করে লগইন করবেন। PaYoneer এর মত এখানে আপনাকে শুরুতেই ব্যাংক একাউন্ট ইনফরমেশন না দিলেও চলবে। ৬০০ ডলার লেনদেন শেষ করলে, কিংবা মাসে ১৮০ ডলারের বেশি লেনদেন করতে চাইলে আপনাকে একাউন্টটি ভেরিফায় করতে হবে। আর ভেরিফায় করার জন্য দুটো জিনিস লাগবে।

তা হল:

১. NID/ অথবা অন্য সরকারী ID

২. ব্যাংক স্টেট্মেন্ট যেটা আপনি আপনার ব্যাংকে গিয়ে চাইলেই পেয়ে যাবেন, কিংবা আপনার বাসার গ্যাস, পানি বা বিদ্যুৎ বিলের রসিদ।

এগুলো আপনি তাদের দিলেই তারা আপনার একাউন্ট ভেরিফায় করে দিবে ৪৮ ঘন্টার ভেতর। যদি কোনো সমস্যায় পড়েন তাহলে +44 203 308 2520 এই নাম্বারে ফোন করে সমাধান পেতে পারেন, অথবা help@skrill.com এই ঠিকানায় মেইল করেও সহায়তা পেতে পারেন।

 

এখন আসা যাক Skrill কিভাবে Freelancer- ব্যবহার করব:

ফ্রিলান্সারে আপনার একাউন্ট ১০০% ভেরিফায় করতে একটা ছোট ফি দিতে হয়। ৫০ টাকার ও কম। আপনার ব্যাংক একাউন্ট ফ্রিলান্সারে ভেরিফায় করার জন্য তারা এই অর্থ কেটে নেয়। ১০০% ভেরিফায় না করলে আপনি অনেক প্রাথমিক সুবিধা গুলো পাবেন না। ভেরিফায় করলে সুবিধা অনেক।

যেমন:

১. ৩০০ টা বিড ফ্রি পাবেন।

২. ফ্রিলান্সারে একটা ইংরেজি পরীক্ষা দিয়ে ৭০% নম্বর তুলতে হয়, যে পরীক্ষাটি দিতে আপনাকে গুনতে হবে ৫ ডলার। কিন্তু ভেরিফিকেশন করলে এই পরীক্ষা ফ্রি দিতে পারবেন। আপনি যদি চান কেউ আপনার ফ্রিলান্সার এর ইংরেজি লেভেল ওয়ান পরীক্ষা দিয়ে দিক, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেনআমার ফেইসবুকে ও মেসেজ ও করতে পারেন

৩. এছাড়া ১০০% কমপ্লিট প্রোফাইল কাজ পাবার ক্ষেত্রে সাহায্য করবে আপনাকে।

তাহলে চলুন দেরি না করে বলি কিভাবে পেমেন্ট মেথড ভেরিফায় করবেন।

যথা:

১. প্রথমে Freelancer Account-এ লগইন করুন।

২. এরপর একাউন্ট সেটিংসে প্রবেশ করুন।

৩. আপনার Profile Detail-এ আপনার নাম ঠিকানা দিন।

৪. এরপর বামে নিচের দিকে Payment & Financial-এ ক্লিক করুন।

৫. এবার সামান্য ডানে দেখুন My Currency লিখা। সেটায় আপনার কারেন্সি AUD (অস্ট্রেলিয়ান ডলার) সিলেক্ট করুন।

৬. এবার পূনরায় হোমপেজে চলে আসুন।

৭. উপরে ডানে $AUD লিখায় ক্লিক করুন।

৮. সেখান থেকে পেমেন্ট ভেরিফিকেশনে যান।

৯. সেখান থেকে স্ক্রিল একাউন্ট সিলেক্ট করুন। (৫ নং ধাপ ঠিক ভাবে না করলে এ ধাপে স্ক্রিল একাউন্টের অপশান দেখতে পাবেন না)

১০. এবার Add a Skril Account-এ ক্লিক করুন।

১১. স্ক্রিল একাউন্টের ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আপনার সম্মতিক্রমে আপয়ার স্ক্রিল থেকে ০.৫০ অস্ট্রেলিয় ডলার কেটে নিবে। যদি আপনার স্ক্রিলে টাকা না থাকে তবে ১ ডলার লোড করে নিন, বা আপনার পরিচিত কারো একাউন্ট থেকে নিন।

এভাবে ফ্রিলান্সারেও পেমেন্ট মেথড ভেরিফাইড হয়ে যাবে।

 

তাহলে আপনার এবং আমার বন্ধুর আর কোনো চিন্তা নেই। পেপাল থাকুক না থাকুক, পেপালের সুবিধা না পেলেও বৈধ ভাবেই চলতে থাকবে ফ্রিলান্সিং। হ্যাপি ফ্রিলান্সিং, বিদায় আজকের মত।

 

লেখা আপনার উপকারে আসলে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান এবং শেয়ার করুন।

 

ধন্যবাদ,

হুসেইন আব্দুল্লাহ, এসইও এবং এসএমএম এক্সপার্ট, ইন্ডিপেন্ডেন্ট আইটি, ঢাকা।

7 thoughts on “পেপাল নাই। তাহলে কি আমার ফ্রিলান্সিং কেরিয়ার শেষ?

Add yours

  1. Working as ɑ contraϲt рaralegal hɑs components inn its favor, and factors which are ⅾetrіmental to some people.
    If a way of journeү aand pleasure in your ѡork life is whаt would swimsuit you one of the best,
    frеelancing might be an amazing possibiligy for you!

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: