আমার এক বন্ধু তাহসিন Independent-IT তে ভর্তি হবে। ভর্তি হওয়ার আগে সবার মনেই প্রশ্ন থাকে। ভালো করে শিখাবে? নাকি ABCD শিখায়ে ছেড়ে দিবে? কাজ শিখে কাজ পাবো তো? শুধু ইন্ডিপেনডেন্ট আইটি নয়, যেকোনো জায়গায় ফ্রিলান্সিং শিখতে গেলে প্রথমেই সবার এই প্রশ্ন থাকে। প্রশ্ন থাকে- কষ্ট করে অর্জিত অর্থ কিভাবে দেশে আনতে পারবে। এসবের উত্তর দিলাম তাকে।
আমার ১২,৫০০ টাকা পুরাই পানিতে || ৮,০০০ টাকা উসুল ||কম দিয়েছি Independent-IT তে
(সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত)
ঢাকায় এসেছি, ২০১১ সালে- তখন বাবা মারা যায় আর আমাদের ফ্যামিলিতেও বড় ধরণের কিছু সমস্যার সৃষ্টি হয়। ক্লাস নাইনে পড়ি। মাথায় টাকার চিন্তা ঢুকে গেছে পারিপার্শিক অবস্থার কারণে। এরই পরিপেক্ষিতে কাজ খুঁজতে গিয়ে পাই Fashion Buying House এমন নামের ই কোনো এক প্রতিষ্ঠান, কাজের জন্য ট্রেনিং দিয়ে ওদের কম্পানিতে কাজ দিবে বলে আমার থেকে ১১,০০০ টাকা নেয় তারা। ৫/৭ দিন ট্রেইনিং ও দেয়, এরপর অফিস সুদ্ধ নিয়ে পালিয়ে গিয়েছিল… ওই বিপদের সময় ১১ হাজার টাকা হারানো লাইফে বড় শিক্ষা ছিল। তখন টিউশনি ও করতাম না।
এরপর আবার কাজের খোঁজে গিয়ে ধরা দেই আরেক বাটপারের কাছে, Ericson Company নামের একটা টিভি-ফ্রিজ-লাইট ইত্যাদির কম্পানি (এগুলো ২০১১-১৩ সময়কার কথা) । তারা বলে আমার ভোটার আইডি নেই, তাই আমার নামে তো ব্যাংক একাউন্ট খোলা যাবে না। বড় কম্পানিতে বেতন দেওয়া হয় ব্যাংকের মাধ্যমে। আর এইজন্য তাদের কম্পানি থেকে কিভাবে যেন প্রসেসিং করে আমার জন্য ব্যাংক একাউন্ট খুলে দিবে, আর আমাকে একাউন্ট ওপেনিং ব্যালেন্স এর জন্য ১,৫০০ টাকা দিতে হবে। ন্যাড়া নাকি একবার ই বেলতলায় যায়। কিন্তু আমি এত সহজ সরল ছিলাম যে দ্বিতীয়বার ও চলে গিয়েছি। টাকা দিয়ে দিয়েছিলাম। (ভেবেছিলাম ১৫০০ টাকা নিয়ে কেউ পালায়?)। একমাস পর অফিস, তাদের ফোন নম্বর সব গায়েব! আরো কতজনের টাকা এভাবে হাতিয়ে নিয়েছে আমার জানা নেই!!!
এমন ধাক্কা খেয়ে খেয়ে আমি বিষণ সন্দেহ করতে শুরু করছি মানুষ কে। এখনো কথা একটু এদিক ওদিক করলেই সন্দেহের চোখেই দেখি। আমি মনে করি, পৃথিবীর খারাপ মানুষ গুলা থেকে বেঁচে থাকার জন্য- সন্দেহ করাটাই উত্তম। যাই হোক, গতবছর মনস্থ করলাম আইটি ট্রেইনিং নিব, Freelancer হব। ভালো খুঁজতে খুঁজতে ফেসবুকে এসে পেলাম Independent-IT. এই গ্রুপ টায় এসে মানুষের কাজ পাওয়ার পোস্ট দেখলাম। মনে হল এখানে কাজ শিখলে সত্যি কিছু হয়ত করা যাবে। আমার আম্মুকে এই গ্রুপে অ্যাড দিলাম। আম্মু বলল, আল্লাহর নামে ভর্তি হয়ে দেখ কি হয়। কিন্ত আমার চোখে তখনো সেই পুরানো সন্দেহ। (টাকা নিয়ে ভাগবে না তো?)
সন্দেহের বসে একটা Mohammed Mehedi Hasan (SEO & Affiliate Marketing Trainer) ভাইয়ের একটা পোস্টে কমেন্ট করে ছিলাম যে, ভাই অনেকে টাকা তে নেয় আর ABCD পড়ায়ে ভাগায় দেয়। উত্তরে ভাইয়া বলেছিল যে গ্রুপের পোস্ট যাচাই করে ভর্তি হতে। আমার এতই সন্দেহ ছিল যে আমি আমার এক ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিলাম মেহেদি ভাই মানুষ টা কেমন হতে পারে। শেষে ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ, বর্ষপূর্তি উপলক্ষে ৫০% ছাড় পেয়ে প্রায় ১০০ ডলার দিয়ে ভর্তি হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সেই ১০০ ডলার পুরোপুরি ফেরত ও পেয়ে গিয়েছি কাজ করে। এই প্রথম বিনিয়োগ করে ঠকি নি। আর মেহেদি ভাইয়া, তিনি অসাধারণ মানুষ। পুরোটুকু দিয়ে দিয়েছেন। বেশি সন্দেহ করেছিলাম, তাই বেশি জানি-আর বেশি ভালোবাসি। ️
আমার মত এমন আরো মানুষ আছে, যারা এখনো Independent-IT তে ভর্তি হবে কি হবে না, তা নিয়ে সন্দেহে থাকে। আলহাদুলিল্লাহ তাদেরকে নিঃসন্দেহে বলতে পারি এখানে যা দিয়ে ভর্তি হবেন, তা উঠে আসবে। তাও কোর্স শেষ হবার আগেই যদি লেগে থাকেন, আর ভাইয়াকে অনুসরণ করেন। আমি SEO & Affiliate Marketing batch 11 তে পড়েছিলাম।
চলুন আমার কথার সত্যতা যাচাই করা যাক কাজের উদাহরণ দিয়েঃ
আমার প্রথম কাজ Fiverr মার্কেটপ্লেসেঃ
৩য় এবং Freelancer.com প্রথম কাজঃ আলহামদুলিল্লাহ ৪৫ ডলার।
এটা একটা Freelancer hourly project. আলহামদুলিল্লাহ, ৫ দিনের মত কাজ করে মোট ৫৭.৪৪ ডলার পেয়েছি।
এভাবে আলহামদুলিল্লাহ ভালো কাজ করে সুন্দর রিভিউ (উপরের এক্সটার্নাল লিংক বা হাইপারলিংকে দেখতে পাবেন) সহ মোট ১৭২.৪৪ ডলার উঠে এসেছে, আর ভর্তি হয়েছিলাম ১০০ ডলার দিয়ে। অর্থাৎ Independent-IT ই হওয়া উচিত আমাদের গন্তব্য।
অনেকে আবার কম খরচে অন্য জায়গায় পড়ায়, ইন্ডিপেনডেন্ট আইটিতে বেশি নেয় – এমন ও ভাবেন! তাদের কিচ্ছু বলার নেই। সব আপনার ইচ্ছা। আল্লাহ যেমন আমাকে এই পথ ধরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ- সেভাবেই আপনি কোনদিকে যাবেন তা-ও নির্ধারিত হবে। আমার মত যেন কেউ দিধায় না ভুগেন, তাই এত বড় লিখা।
আপনার যদি এই পোস্ট পড়ে উপকার হয়, তাহলে আপনার মূল্যবান মন্তব্য করে জানাবেন এবং অন্য বন্ধুদের সাথে শেয়ার করে তাদের ও উপকৃত করবেন। আমি যেন আরো এগিয়ে বহুদূর যেতে পারি, সবাই দোয়া করবেন। আপনাদের জন্য আরো উৎসাহ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।
লেখক: Hussain Abdullah, SEO Expert & Affiliate Marketer, Dhaka, Bangladesh.
আরো পড়ুন:
পেপাল ছাড়া কিভাবে ফ্রিলান্সিংয়ের টাকা বাংলাদেশে উত্তোলন করা সম্ভব?
Leave a Reply